ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ যুব ইউনিয়ন-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় খুলনা জেলা ও মাহনগর যুব ইউনিয়নের যৌথ উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুব ইউনিয়নের সভাপতি এড. নিত্যানন্দ ঢালীর সভাপতিত্বে ও সহ-সভাপতি ধীমান বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ইউনিয়নের সাবেক জেলা সভাপতি ও জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক এস এ রশীদ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য নেতা এড. সুব্রত কুÐু, সাবেক জেলা সাধারণ সম্পাদক এড. প্রীতিষ মÐল, সাবেক যুব নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, খুলনা মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, জেলা সদস্য শেখ আব্দুল হালিম, সাবেক যুব নেতা দেব সাহা, সুজিত সাহা, যুব নেতা এড. খান আজরফ হোসেন মামুন, উজ্জ্বল বিশ্বাস, রামপ্রসাদ রায়, মিঠুন মÐল, শৈশব কান্তি রায়, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, ভবেশ চন্দ্র রায়, চিরঞ্জীব মÐল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৬ সালে ২৮ আগস্ট জাতির ক্রান্তিলগ্নে বাংলাদেশ যুব ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে। যুব সমাজের পথপ্রদর্শক হিসেবে যুব ইউনিয়ন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যুবকের সংগঠিত করার লক্ষ্যে ছড়িয়ে পড়ে। যুব ইউনিয়ন বাংলাদেশের বেকার যুবকদের বেকারত্বসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছে। ঘুষ ছাড়া চাকরী চাই, ব্যাংক ড্রাফট-প্রে-অর্ডার বাতিল, নিয়োগ পরীক্ষা জেলা শহরে করার দাবিতে রাজপথে আন্দোলনেরত যুব ইউনিয়ন।