ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ যুব ইউনিয়ন, খুলনা সদর থানার উদ্যোগে বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় নগরীর বিভিন্ন এলাকায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খুলনা মহানগর সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেন। এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনÑসংগঠনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি অ্যাড. নিত্যানন্দ ঢালী, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সদর থানা সভাপতি শাহ মোঃ ওয়াহেদুজ্জামান জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক রামপ্রসাদ রায় প্রমুখ।
খানজাহান আলী থানার আফিল গেটে সিপিবি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, টিইউসি’র উদ্যোগে মাস্ক বিতরণ, ফ্রি টিকা রেজিস্ট্রেশন কর্মসূচি পালিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑসিপিবি নেতা গাজী আফজাল, যুব ইউনিয়ন মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, ছাত্র ইউনিয়ন নেতা সৈয়দ মুকিত, অনিক হাসান প্রমুখ।