UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যে গ্রামে গাছ কাটা নিষেধ

usharalodesk
আগস্ট ২৪, ২০২১ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পৃথিবীর বুকে এমন একটি দেশ রয়েছে যেখানে গাছ কাটাকে ‘মানুষ হত্যা’র সমান মনে করা হয়। গাছ কাটার জন্য জরিমানা এমনকি গ্রাম ত্যাগের নির্দেশও দেওয়া হয়ে থাকে। আর সোমালিয়ার কামকাম তেমনই একটি গ্রাম।

সম্প্রতি গাছ কাটার অভিযোগে সেই গ্রামের বাসিন্দা ক্যান্টার নামে এক যুবককে জরিমানা করেছেন সেখানকার প্রবীণরা। ক্যান্টার স্থানীয় গণমাধ্যমকে জানান, ‘আমি হতবাক হয়েছি, কারণ আমি ভেবেছিলাম আমাকে অন্য কারণে জরিমানা করা হয়েছে। তবে তারা আমাকে স্থানীয় নিয়ম ব্যাখ্যা করেছেন’।

স্থানীয় প্রবীণরা তাকে ১ হাজার ৫০০ ডলার ক্ষতিপূরণ হিসেবে দিতে বলেন ও তাকে কয়েক ঘণ্টার মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশও দেন।

এ ব্যাপারে ওই গ্রামের নেতা ও অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা আলী ফারাহ ইসমাইল জানান, ‘সোমালিয়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝড় ও বন্যা মোকাবিলা করছে। আমরা সবাই আমাদের জনগণ পরিবেশ রক্ষায় সাহায্য করতে সম্মত হয়েছি।’

(ঊষার আলো-এফএসপি)