UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যে শাড়ি শুধু পড়া না খাওয়াও যায়!

usharalodesk
অক্টোবর ৯, ২০২১ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সাধারণত শাড়ি পরার জন্যই বানানো হয়ে থাকে। তবে ভারতের কেরালার এক শিল্পী এমন এক শাড়ি বানিয়েছেন, যা খেয়েও ফেলা যাবে। শিল্পীর নাম আনা এলিজাবেথ জর্জ। ছোটবেলায় একজন শিল্পীকে এমন এক রুমাল বানাতে দেখেছিলেন, যেটি খাওয়া সম্ভব। আর সেখান থেকেই অনুপ্রেরণা পান তিনি। ওনাম উৎসব উপলক্ষে এ শাড়ি তৈরি করেছেন আনা।

আনা বাড়িতে নিয়মিত কেক বানান, ফ্যাশন ডিজাইনিং করেন ও একই সাথে বর্তমানে ক্যানসার নিয়ে গবেষণা করছেন।
এমন শাড়ি তৈরির বিষয়ে একটি সংবাদ সংস্থাকে আনা জানান, একদিন তিনি দেখেন যে, তার মা নিজের একটি ‘কাসাভু’ শাড়ি কেচে শুকোতে দিয়েছেন। কেরালাতে তৈরি হয় এই বিশেষ ডিজাইনের শাড়ি। আর শাড়ির নকশা দেখেই আনার মনে হয়, এমন একটি শাড়িই তিনি তৈরি করবেন।

এই শাড়ি তৈরিতে যেসকল উপকরণ লেগেছে- স্টার্চের ওয়েফার কাগজে এই শাড়ি তৈরি হয়েছে। এ কাগজ কেকে ব্যবহার করা হয়। আনা এ রকম ১০০টি কাগজ জুড়ে জুড়ে সাড়ে পাঁচ মিটারের শাড়িটি বানিয়েছেন। কেকের উপর যেভাবে নকশা করা হয়, ঠিক সেভাবেই ‘কাসাভু’র ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে শাড়িটিতে। আর ওজন হয়েছে দু’কিলোগ্রামের মতো। তার এই শাড়ি তৈরিতে খরচ পড়েছে প্রায় ৩০ হাজার টাকার মতো।
(উষার আলো-এফএসপি)