UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রবীন্দ্র-জন্মবার্ষিকীর দ্বিতীয় দিনের আলোচনা সভা অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
মে ৯, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ ২৬ বৈশাখ (০৯ মে):(শুক্রবার) বিকেলে খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় দ্বিতীয় দিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনাা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধারা সূচিত হয়েছিল খুলনার রূপসার পিঠাভোগে। তাই কবির সাহিত্যের সাথে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনধারা ও প্রকৃতির সাথে গভীর মিল পাওয়া যায়। তিনি কবির সাহিত্য ও কৃষিচিন্তার উপর গুরুত্বারোপ করে বলেন, খুলনাসহ দেশের উন্নয়নে কবিগুরুর কৃষি ও অর্থনীতির চিন্তা অনুসরনীয়।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু এর সভাপতিত্বে অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশের প্রকৃতি’ বিষয়ে মূখ্য আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন রূপসা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ ও খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আগামীকাল ১০ মে বিকেল সাড়ে চারটায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হবে।

ঊ আ- এইচআর