পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) নূরুল হাই মোহাম্মদ আনাছ এর নেতৃত্বে আজ (বুধবার) খুলনার বড় বাজারে বিশেষ টাস্কফোর্স এর মাধ্যমে বাজার তদারকি করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক রমজান উপলক্ষ্যে বিশেষ টাস্কফোর্স এর মাধ্যমে খুলনার বড়বাজার সহ বিভিন্ন বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তদারকি সহ বাজারে নি¤œমানের পণ্য বিক্রয় করা হচ্ছে কিনা সে বিষয়ে বিশেষভাবে তদারকি করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ সময় বিভিন্ন দোকানে গিয়ে নিত্যপণ্যের দামসহ এর গুণগত মান জানতে চান ব্যবসায়ীদের নিকট। তিনি প্রতিদিনের বাজার তালিকার হাল নাগাদ করা আছে কিনা এবং তাদের ক্রয়কৃত মালামালের দামের রশিদ কপি পর্যবেক্ষণ করেন।
জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচলাক মোঃ ওয়ালিদ বিন হাবিব, ছাত্র প্রতিনিধি, কমিটির সদস্য, আইনশৃঙ্খলা বাহিনী -সহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঊআ-বিএস