UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন

usharalodesk
মার্চ ২৮, ২০২১ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজশাহীতে বিআরটিসির ২ টি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। আজ ২৮ মার্চ রোববার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী নগরের নওদাপাড়া ট্রাক টার্মিনালে এ ঘটনা ঘটেছে।
পুলিশ বলেছে, টার্মিনালের ভেতর পার্কিংয়ে রাখা ২টি বাসের মধ্যে একটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ওই আগুন পাশে থাকা আরেকটি বাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ আরও বলেছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বাসে আগুন দেয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বাস ২টি টার্মিনালে টানা ৯ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বাসের চাকার আশপাশে ঘাসও গজিয়েছে। ওই জায়গায় কেউ যেয়ে আগুন লাগিয়ে দিয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।

(ঊষার আলো- এম.এইচ)