UsharAlo logo
শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাতে রাস্তায় মটরসাইকেলে বেসামাল চালকসহ তরুনী গ্রেফতার

koushikkln
জুলাই ১৬, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি: মদ পান করে রাতের রাস্তায় বে-সামাল অবস্থায় বে-আইনিভাবে মটর সাইকেল চালনাকালে এক বখাটে ও তার কতিথ গার্লফেন্ড কে গ্রেফতার করেছে খুলনার এ্যালিট ফোর্স র‌্যাব। গ্রেফতারকৃত বখাটে শাওন কাজী (২১) ও কতিথ গার্লফ্রেন্ড মারিয়া (১৮) খুলনা খালিশপুর মুজগুন্নি উত্তরপাড়ার বাসিন্দা।

শুক্রবার (১৫ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে খুলনা লবনচরার দারোগার ভিটা এলাকায় রাস্তার পর থেকে তাদের গ্রেফতার করা হয় ।

খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে শনিবার (১৬ জুলাই) সকালে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, শুক্রবার রাতে খুলনার লবনচরা এলাকায় ফাকা জায়গায় কতিপয় কিশোর কিশোরী অসামাজিক কার্যকলাপের লিপ্ত রয়েছে। গোপনে প্রাপ্ত এ তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে র‌্যাবের আভিযানিক দলটি রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় দারোগার ভিটা এলাকায় পৌছালে দেখতে পায় যে একজন কিশোর একজন কিশোরীকে নিয়ে ধুমপানরত অবস্থায় রাস্তার উপর বেপরোয়াভাবে মোটর সাইকেল চালাচ্ছে। আভিযান দলটি মোটর সাইকেলের গতি রোধ করে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা পারমিট বিহীনভাবে মদ পান করেছে বলে স্বীকার করে। পরে তাদের আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লবনচরা থানায় সোপর্দ করে।