UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রান্নাঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক ব্যক্তির

ঊষার আলো প্রতিবেদক
মে ১০, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরীর লবণচরা থানার গল্লামারি ০৪ নম্বর কাসেম সড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আমিরুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

নিহত আমিরুল ইসলামের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার বামিয়া গ্রামে। তিনি মো. ফজলু হাওলাদারের পুত্র।
শনিবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। জানা যায়, বাড়ির রান্নাঘরে থাকা নারকেল গাছের শুকনো পাতায় হঠাৎ আগুন ধরে গেলে আমিরুল ইসলাম তা নিভানোর চেষ্টা করেন। এ সময় ভেজা শরীরে রান্নাঘরের বৈদ্যুতিক কাটআউট স্পর্শ করলে তিনি তড়িতাহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ওসি বলেন, বিদুৎতে সর্ট খেয়ে ওই ব্যক্তি মারা গেছেন বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঊ আ- এইচআর