UsharAlo logo
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে খুলনার চিকিৎসক আটক

koushikkln
জুলাই ২৭, ২০২২ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনার একটি বেসরকারি মেডিক্যাল কলেজের চিকিৎসক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে। এই চিকিৎসক মাথায়, নাকে ও হাতে ব্যান্ডেজ লাগিয়ে অসুস্থ সেজে এ কাজ করেন।

মঙ্গলবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চতুর্থ শিফটে তাকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে জেলে পাঠানো হয়।

ওই ব্যক্তির নাম ডা. সমের রায়। তিনি খুলনা মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র এবং খুলনার একটি বেসরকারি মেডিক্যাল কলেজের প্রভাষক দাবি করেছেন।
রাবি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পা-ে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাহাত আমিন নামের একজনের হয়ে তিনি প্রক্সি দিতে এসেছিলেন। তার মাথায়, নাকে ও হাতে ব্যান্ডেজ পরা ছিল। তাকে আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে থাকা চিকিৎসক গিয়ে দেখেও আসেন।’

তিনি বলেন, ‘তিনি খুলনার একটি মেডিক্যাল কলেজের প্রভাষক বলে দাবি করেছেন। তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে যার হয়ে প্রক্সি দিতে এসেছিলেন সেই রাহাত আমিনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, তার আগে এ দিন আরও তিনজন প্রক্সি দিতে এসে আটক হয়েছেন। তাদেরকেও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে