ঊষার আলো ডেস্ক : রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি যাওয়া আনুমানিক ১৬ লক্ষ টাকা মূল্যের ভারত হতে আমদানীকৃত ২৮৭টি বিশেষ অ্যালুমিনিয়াম টিন সীট খুলনা হতে উদ্ধার করেছে র্যাব-৬
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারী সংস্থা র্যাব-৬ বরাবররে একটি অভিযোগ করে। তাতে জানানো হয় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে ভারত হতে আমদানীকৃত কিছু অ্যালুমিনিয়াম টিন সীট চুরি হয়েছে।
এরই ধারাবাহিকতায় ০২ জুন ২০২২ তারিখ র্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল বিভিন্নস্থানে গোয়েন্দা তৎপরতা চালিয়ে জানতে পারে যে, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের চুরি যাওয়া অ্যালুমিনিয়াম টিন সীট একটি চোরচক্র খুলনা জেলার বটিয়াঘাটা থানা এলাকায় লুকিয়ে রেখেছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই দিনগত রাতে সাড়ে ১০টায় খুলনা জেলার বটিয়াঘাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র হতে চুরি হওয়া ভারত হতে আমদানীকৃত ২৮৭টি বিশেষ ধরনের অ্যালুমিনিয়াম টিন সীট উদ্ধার পূর্বক জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষ টাকা ।
জব্দকৃত মালামাল খুলনা জেলার বটিয়াঘাটা থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে ৷
ইতোপূর্বে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র হতে চুরি যাওয়া জিআই পাইপ, বৈদ্যুতিক তার, সকেট উদ্ধারসহ চুরির সাথে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদের আইনের আওতায় এনেছে র্যাব-৬।
(ঊষার আলো-এফএসপি)