খুলনার রূপসা উপজেলায় অবৈধ ইটভাটায় ২২ (বাইশ) লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দিনভন রুপসা উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, খুলনা, ফায়ার সার্ভিস, রূপসা থানা ও নৌ পুলিশ ও ব্যাটালিয়ন আনসার এর সমন্বয়ে পরিবেশের জন্য হুমকিস্বরূপ অবৈধ ইটভাটাসমূহের বিরুদ্ধে যৌথ/টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সময় মোট ৯ (নয়) টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ২২ (বাইশ) লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে ও পরিবেশ রক্ষার্থে উপজেলা প্রশাসন তথা সরকারের এ কার্যক্রম চলমান থাকবে।