UsharAlo logo
মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় ৯ ইট ভাটায় ২২ লাখ টাকা জরিমানা

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনার রূপসা উপজেলায় অবৈধ ইটভাটায় ২২ (বাইশ) লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দিনভন রুপসা উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন,  পরিবেশ অধিদপ্তর, খুলনা, ফায়ার সার্ভিস, রূপসা থানা ও নৌ পুলিশ ও ব্যাটালিয়ন আনসার এর সমন্বয়ে পরিবেশের জন্য হুমকিস্বরূপ অবৈধ ইটভাটাসমূহের বিরুদ্ধে যৌথ/টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সময় মোট ৯ (নয়) টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ২২ (বাইশ) লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে ও পরিবেশ রক্ষার্থে উপজেলা প্রশাসন তথা সরকারের এ কার্যক্রম চলমান থাকবে।