ঊষার আলো প্রতিবেদক : খুলনার পূর্ব রূপসা পাইকারি কাঁচাবাজারে আগুনে কমপক্ষে ২৫/২৬টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ১১টার একটু আগে হঠাৎ একটি ককসিটের গোডাউন থেকে ধোঁয়া উড়তে দেখতে পায় তারা। এর অল্প সময়ের পারই দাউ দাউ করে আগুনের শিখা উপরে দেখা যায়। মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
ঘর মালিক মোঃ বাদল মিয়া জানান, আমার ১১টি ঘর সম্পূর্নভাবে পুড়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি।
বাজারে ফল বিক্রেতা রবিউল ইসলাম রবীন বলেন আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মালামাল, আসবাবপত্রসহ সব কিছু পুড়ে গেছে। নগদ টাকা ছিল ক্যাসবাক্সে সব শেষ।
খুলনা টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন মাষ্টার নজরুল ইসলাম জানান, আমরা খবর পেয়েই ঘটনা স্থলে হাজির হই। প্রথমে টুটপাড়া স্টেশন থেকে তিনটি ইউনিট এনে কাজ শুরু করি। পরে আগুনের ভয়াবহতা দেখে আরও দুইটি ইউনিট আমাদের সাথে যোগ হয়। সবমিলিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। কিভাবে আগুনের সূত্রপাত হলো এবং কত টাকার ক্ষতি হয়েছে সে বিষয়টি আমরা জানান চেষ্টা করছি।