UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় স্কেভেটারের আঘাতে ক্ষতিগ্রস্ত ওয়াসার পানির পাইপ লাইন

ঊষার আলো
জানুয়ারি ২, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট
নগরীর রূপসা ট্রাফিফ মোড়ে সড়কের সংস্কার কাজ করতে গিয়ে ওয়াসার পানির পাইপলাইন ফেটে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার (২ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে। এতে ওই পাইপ দিয়ে অনবরত পানি বের হতে থাকে। তবে এ বিষয়ে দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে থেকে স্কেভেটারের মাধ্যমে রূপসা ট্রাফিক মোড়ে শ্রমিকরা রাস্তা খোড়াখুড়ির কাজ শুরু করে। সোয়া ১০টার দিকে আকস্ষিকভাবে স্কেভেটারের আঘাতে ওয়াসার পাইপ লাইন ফেটে যায়। এ সময় তীব্র গতিতে পানি বের হতে শুরু করলে শ্রমিকরা দূরে সরে যায়। একপর্যায়ে অপর স্কেভেটার দিয়ে পানি বন্ধ করার চেষ্টা চালানো হলেও তা কাজে আসেনি।

কর্মরত শ্রমিকরা নাম প্রকাশ না করে বলেন, পানির পাইপ লাইনের অবস্থান বুঝতে না পারায় ঘটনাটি ঘটেছে। পরে সংশ্লিষ্টদের জানিয়ে পানি নিয়ন্ত্রণ করা হয়। তবে এলাকায় পানি সরবরাহ ব্যাহত হতে পারে বলে শঙ্কা করছেন তারা।