UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রূপসায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা ও বিচার দাবি

koushikkln
আগস্ট ৮, ২০২১ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার এক যৌথ সভা বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে রবিবার (৮ আগস্ট) বিকাল ০৪ টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৭১’ এর ঘাতক দালাল নির্মূল কমিটি খুলনার সভাপতি ও খুলনা বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল আলম।
সভায় খুলনার রুপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি মন্দির, দোকানপাট ও শীবপদ ধরের বাড়ীসহ অর্ধশতাধিক বাড়ী ভাংচুর ও লুটপাট চালানোর অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন এবং ক্ষোভ প্রকাশ করা হয় এবং এই ঘটনার সময় পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার সমলোচনা করা হয়।
সভায় এ সকল ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে দোষিদের গ্রেফতার ও শাস্তির দাবী জানানো হয় এবং আগামীকাল ০৯ আগষ্ট ২০২১ খ্রিঃ বেলা ১১ টায় খুলনা বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার সভাপতি হুমায়ুন কবির ববি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম ও নির্মূল কমিটি খুলনার সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন।
এদিকে ৭১’ এর ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার এক যৌথ সভা বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে রবিবার (৮ আগস্ট) বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়।
সভায় খুলনার রুপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে সাম্প্রদায়িক সহিংসতার তান্ডবলিলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির,বাড়ী ঘর ভাংচুর ও সম্পদ লুটের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন এবং ক্ষোভ প্রকাশ করা হয়।
সভায় এই ন্যাক্কার জনক ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ৯আগস্ট সোমবারবেলা ১১ টায় খুলনা বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়।