UsharAlo logo
শুক্রবার, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

রূপসা নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ গৃহবধূ!

koushikkln
জুলাই ১৯, ২০২২ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় সেতুর ওপর থেকে রূপসা নদীতে ঝাপ দিয়ে মিম আক্তার (১৭) নামে এক গৃহবধু নিখোঁজ হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ঐ গৃহবধূ খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) ওপর থেকে রূপসা নদীতে ঝাপ দেন।
মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার সন্ধানে নদীতে মাইকিং করা হচ্ছে। শ্বাশুড়ির ওপর অভিমান করে ওই গৃহবধূ নদীতে ঝাপ দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, নগরীর লবণচরার মোল্লাপাড়া এলাকার ড্রাইভার গলির বাসিন্দা জালাল ফকিরের মেয়ে মিম ও জাফর ফকিরের ছেলে আলী আকবর ফকিরের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কে তারা চাচাতো ভাইবোন। পরবর্তীতে ৪ মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

মিমের শ্বশুর জাফর ফকির বলেন, সোমবার দুপুরের খাওয়া শেষ করে শ্বাশুড়ি ও বৌ একসঙ্গে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় ছেলে কাজ শেষে বাড়ি ফিরে এসে মিমকে ঘরে দেখে গোসল করতে যায়। পরে আর তাকে দেখেনি। এর কিছুক্ষণ পরে লোকমুখে জানতে পারেন মিম রূপসা ব্রিজের দিকে রওনা হয়েছে। তারা সঙ্গে সঙ্গে ব্রিজের উদ্দেশে রওনা হয়। কিন্তু এর মধ্যে তাদের সেখানে পৌঁছাতে দেরি হয়। সেতুর কাছে গিয়ে তারা জানতে পারে মিম সেখান থেকে নদীতে লাফ দিয়েছে। তার খোঁজে কোস্টগার্ড, নৌ পুলিশ, ডুবুরি দল ও পুলিশ ট্রলারযোগে বিভিন্নস্থানে খোঁজ নেয়। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।

তবে, চুল আঁচড়ানোকে কেন্দ্র করে শ্বাশুড়ির সঙ্গে পুত্রবধূর কথা কাটাকাটি হয়। যার জেরে সে অভিমান করে নদীতে ঝাপ দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

লবণচরা থানার ওসি মো. এনামুল হক বলেন, ঘটনাটি জানার পর স্থানীয় ডুবুরি দল রূপসা নদীতে নামিয়ে গৃহবধূর সন্ধান করা হয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্য ও কোস্টগার্ড সদস্যরা এসে নদীতে গৃহবধুর সন্ধান করতে থাকে। সোমবার রাতে তার খোঁজ মেলেনি। মঙ্গলবারও তার খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু সন্ধ্যা ৭টা পর্যন্ত কোথাও তাকে পাওয়া যায়নি।
তিনি বলেন, পরিবার থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।