বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং জাতীয় শহীদ দিবস উদযাপন করেছে। একুশের প্রভাতে সংস্থার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।
পরে সকালে নগরীর শিরিশনগরস্থ রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তর থিয়েটারের অপারেশনাল সমন্বয়কারী আক্তারুন্নেছা নিশার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মূল আলোচক ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। আলোচনায় অংশ নেন রূপান্তরের তথ্য কর্মকর্তা মোঃ আঃ হালিম। পরে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ঊআ-বিএস