UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রেস্তোরাঁয় খেয়ে সাড়ে ১৩ লাখ টাকা বকশিশ

usharalodesk
জুন ২৯, ২০২১ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার রাজ্যের একটি রেস্তোরাঁয় এক গ্রাহক অর্ডার করেছিলেন কয়েকটি চিলি হটডগ, ফ্রায়েড পিকল চিপস এবং পানীয়। যার বিল আসে ৩৭.৯৩ ডলার বা বাংলাদেশি মুদ্রায় যা ৩,২১৪ টাকা। তবে সেই গ্রাহক এ বিল পরিশোধের সময় যা করলেন তাতে সবাই অবাক হন।

তিনি বকশিশ দেন ১৬ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় মোট ১৩ লাখ ৫৫ হাজার ৮৪০ টাকা। সম্প্রতি ওই গ্রাহকের এমন উদারতায় অভিভূত স্টাম্বল ইন বার অ্যান্ড গ্রিল নামক সেই রেস্তোরাঁর মালিক মাইক জেরেল্লা। তিনি স্থানীয় টিভি চ্যানেলকে জানান, মোট বিল আসে ৩৭.৯৩ ডলার। তিনি ক্রেডিট কার্ডে বিল দিয়েছিলেন কিন্তু প্রথমে আমরা বিষয়টি খেয়াল করিনি।

তবে বিল দেওয়ার সময়, তিনি তিনবার করে বললেন- ‘সব টাকা এক জায়গাতে খরচ করবেন না যেন।’ তারপর একজন কর্মী ক্যাশ রেজিস্টারের পাশে থাকা ক্রেডিট কার্ড স্টেটমেন্ট উল্টে দেখেই একেবারে চমকে উঠেন। ওই কর্মী বিস্মিত হয়ে জানান, হায় ঈশ্বর আপনি কি   সত্যি সত্যিই এত টাকা বকশিশ দিচ্ছেন!

আর উত্তরে সেই মহানুভব ব্যক্তি বলেন, ‘আমি জানি আপনারা এখন অনেক কষ্টের মধ্যে রয়েছেন তাই চাইছি টাকাগুলো আপনারা রাখুন। আপনারা সত্যিই কঠোর পরিশ্রম করছেন।’

ঘটনা শুনে মালিক জেরেল্লাও ভাবেন যে গ্রাহক ভুল করছেন। তারপর তিনি ম্যানেজারকে পাঠান। তবে তাকেও বকশিশ রাখার অনুরোধ করেন গ্রাহক। একইসাথে তার পরিচয় প্রকাশ না করারও অনুরোধ করেন তিনি।

(ঊষার আলো-এফএসপি)