খবর বিজ্ঞপ্তি : খুলনায় যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত সংস্থা নোলক ওমেন ফর বাংলাদেশী ওমেন এর সার্বিক সহযোগিতায় ও রোটারি ক্লাব অব খুলনা সিটির ব্যবস্থাপনায় বাক, শ্রবণ ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে।
রবিবার (৭ই আগস্ট) বেলা ১’টায় বাগেরহাট রামপাল উপজেলার ফোকাস অটিজম স্কুলে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
রোটারি ক্লাব খুলনা সিটির প্রেসিডেন্ট ওহিদুজ্জামান ওয়াহিদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট রোটারি লিডার আবু সাঈদ চন্দন, নাজমুল হুদা চৌধুরি সাগর, রোটারিয়ান শেখ মোঃ আবু হানিফ, প্রেসিডেন্ট ইলেক্ট নাসরিন ইসলাম তন্দ্রা, শারমিন আক্তার প্রমুখ। উক্ত কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাস্ট লেফটেন্যান্ট গভর্নর রোটারিয়ান আশীষ দে।
(ঊষার আলো-এফএসপি)