ঊষার আলো প্রতিবেদক: খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব সূত্র জানায়, গত ১২ মার্চ সকাল সাড়ে ৯টায় র্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল জানতে পারেন, লবণচরা থানার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামী খাঁনজাহান আলী থানাধীন শিরোমণি বাজার এলাকায় অবস্থান করছে। সেখানে অভিযান পরিচালনা করে পলাতক আসামী মোঃ মামুন ওরফে সামুন ওরফে বাবলু (২২) কে গ্রেফতার করা হয়। সে রূপসা জাবুসা এলাকার কলিম মিন্টুর পুত্র। গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
(ঊষার আলো-আরএম)