UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লকডাউনে শ্রমজীবী মানুষকে খাদ্য ও অর্থ সহায়তার দাবীতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

ঊষার আলো
এপ্রিল ১২, ২০২১ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : লকডাউন চলাকালে শ্রমজীবী মানুষকে খাদ্য ও নগদ অর্থ সহায়তার দাবীতে আজ (সোমবার) বেলা ১টায় বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটির নেতৃবৃন্দ খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে বলা হয়, সারা বিশ্বের মত বাংলাদেশেও করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুর সংখ্যা প্রতিদিন ৭০ জনের উপরে পৌঁছেছে। এমতাবস্থায় জীবন রক্ষার্থে জনগণকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। কিন্তু দেশের সিংহভাগ মানুষ শ্রমজীবি। প্রতিদিনের আয়ের উপর নির্ভর করে তাদের সংসার চলে। চলমান এই মহামারিতে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। শ্রমিক ছাঁটাই, লে-অফ সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। গ্রামের কৃষকরাও ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। মহামারীকালে নতুন করে ২ কোটি ৫০ লক্ষের উপর মানুষ দারিদ্র সীমার নিচে নেমে গেছে। অথচ এই সময়ে কোটিপতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫ হাজারেরও বেশি। এটাই বাংলাদেশে বৈষম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থার নগ্নচিত্র। এ অবস্থা চলতে থাকলে দেশে দুর্ভিক্ষ দেখা দিবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থার চিত্রও করুণ। পর্যাপ্ত আইসিইউ, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ, হাইফো নোজেল প্রভৃতি আয়োজন না থাকার কারনে বিনা চিকিৎসায় অনেক করোনা রুগী মারা যাচ্ছে। চিকিৎসা ব্যবস্থার দ্রæত কার্যকরি উন্নতি ছাড়া সমস্যা ভয়াবহ রূপ নিতে পারে। এমতাবস্থায় করোনা মহামারি মোকাবেলা করতে হলে, সকল দলকে যুক্ত করে সর্বদলীয় কমিটি গঠন করা এবং জনগণকে সম্পৃক্ত করে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করা। তাই এ দাবীসমূহ বাস্তবায়নের প্রত্যাশা করা হয়। দাবীগুলো হচ্ছে লকডাউন চলাকালে গ্রাম-শহরের শ্রমজীবি মানুষের জন্য কমপক্ষে ১ মাসের খাদ্য ও নগদ ৫ হাজার টাকা প্রদান করতে হবে । সরকারি উদ্যোগে দৈনিক ১ লক্ষ করোনা টেস্ট করতে হবে। সকল নাগরিককে বিনামূল্যে চিকিৎসা ও টিকা দিতে হবে। জাতীয় দুর্যোগ মোকাবেলায় সর্বদলীয় কমিটি গঠন করতে হবে। এ সময়ে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমীন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা সম্পাদকমÐলীর সদস্য কাজী দেলোয়ার হোসেন, সিপিবি নেতা এড. নিত্যানন্দ ঢালী, এড. প্রীতিষ মÐল, বাসদ খুলনা জেলা সদস্য আব্দুল করিম, গণসংহতি আন্দোলন নেতা সেলিম বকুল প্রমুখ।

 

(ঊষার আলো-আরএম)