UsharAlo logo
মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লবনচরায় বাস সুপারভাইজারের আত্মহত্যা

ঊষার আলো প্রতিবেদক
মার্চ ৩, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

পারিবারিক কলহের জের ধরে একটি গাড়ির সুপারভাইজার আরাফাত হোসেন দিপু (২৫) এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার সকাল ১১টার দিকে লবনচরা থানাধীন গ্রিনভিউ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

খুমেক হাসপাতালে সুত্র জানা যায়, সোমবার সকাল ১১টায় খুলনা মহানগরীর লবণচরা থানাধীন গ্রিনভিউ আবাসিকের পাশে আব্দুল জলিলের বাড়ির ভাড়াটিয়া আরাফাত হোসেন দিপু পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরের গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তীতে বাড়ির লোকজন গলায় ফাঁস দেয়া দেখতে পেয়ে। লবণচরা থানা পুলিশকে অবগত করলে। ঘটনাস্থলে লবণচরা থানা পুলিশ উপস্থিত হয়ে গলায় ফাঁস দেয়া থেকে নামিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে দুপুর সোয়া ২টায় তাকে মৃত (ব্রডডেড) ঘোষণা করেন বলে প্রাথমিকভাবে জানা যায়। বর্তমানে মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। পেশায় তিনি একজন গাড়ির সুপারভাইজার। এ সংক্রান্তে লবণচরা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। নিহত দিপু বাগেরহাট জেলা ফকিরহাট থানাধীন আট্টাকি গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ এর পুত্র।

ঊআ-বিএস