UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লভ্যাংশ না দিলে ৯ কোম্পানির পরিচালকদের জরিমানার সিদ্ধান্ত

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১০, ২০২৪ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯টি কোম্পানিকে ঘোষিত লভ্যাংশ দিতে সময় বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অন্যথায় এসব কোম্পানির প্রত্যেক পরিচালককে অর্থদণ্ড দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএসইসির ৯৩০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে আজ রোববার (১০ নভেম্বর) সংস্থাটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম এসব তথ্য জানান।

জানা গেছে, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে কোম্পানিগুলোকে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত লভ্যাংশ প্রদান করতে হবে। অন্যথায় কোম্পানিগুলোর পরিচালকদের বিভিন্ন অংকের জরিমানা গুণতে হবে।

সূত্র জানায়, সাফকো স্পিনিং মিলস, প্যাসিফিক ডেনিমস, লুব-রেফ বাংলাদেশ (এলআরবিডি) ওরিজা অ্যাগ্রো, মামুন অ্যাগ্রো, কৃষিবিদ ফিড, কৃষিবিদ সীড, বিডি পেইন্টস এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডকে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে সময় বেঁধে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। নির্দিষ্ট সময়ের মধ্যে লভ্যাংশ না দিতে পারলে জরিমানা গুণতে হবে এসব কোম্পানির পরিচালকদের।

কোন কোম্পানিকে কত জরিমানা গুনতে হবে
সাফকো স্পিনিং মিলসের প্রত্যেক পরিচালককে ২০ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের প্রত্যেক পরিচালককে ১৩ লাখ টাকা, লুব-রেফের প্রত্যেক পরিচালককে আড়াই কোটি টাকা, ওরিজা এগ্রোর প্রত্যেক পরিচালককে ৪৭ লাখ টাকা, মামুন অ্যাগ্রোর পরিচালকদের ১৩ লাখ টাকা করে জরিমানা গুনতে হবে।

এছাড়া কৃষিবিদ ফিড ও কৃষিবিদ সীডের সব পরিচালককে গুনতে হবে জনপ্রতি ১০ লাখ টাকা করে জরিমানা। আর বিডি পেইন্টসের ৯৭ লাখ টাকা এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেনের প্রত্যেক পরিচালককে ১ কোটি ৯১ লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

নির্দিষ্ট সময় তথা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে কোম্পানি ঘোষিত লভ্যাংশ প্রদান করতে পারলে জরিমানা দিতে হবে না বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

উল্লেখ্য, সিকিউরিটিজ আইন অনুযায়ী বার্ষিক সাধারণ সভার (এজিএম) এক মাসের মধ্যে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। তবে নির্দিষ্ট সময় পার হলেও এসব কোম্পানি দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রদান করছে না।