UsharAlo logo
শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

লালপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

usharalodesk
আগস্ট ১৮, ২০২২ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে মো. রাশেদুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে উপজেলার আজিমনগর-ঈশ্বরদীর মাঝখানে মানিকঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তবে কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে, তা কেউ বলতে পারেনি। রাশিদুল ইসলাম কুষ্টিয়া জেলার সদর উপজেলার হাটসহরিপুর এলাকার জিল্লুর রহমানের ছেলে।

আজিমনগর স্টেশন মাস্টার মো. মাসুম আলী খান জানান, সকালে স্থানীয় লোকজন হাঁটতে গিয়ে মানিকঘাট এলাকায় ট্রেনে কাটা পড়া যুবকের মরদেহ দেখতে পান। পরে তার পকেটে থাকা জন্ম নিবন্ধন কার্ড দেখে পরিচয় শনাক্ত করেন তারা। তবে কখন, কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে, তা কেউ বলতে পারছে না। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

ঊষার আলো-এসএ