UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লিজ নেওয়া জমিতে ভালো মানের হীরা পেলেন কৃষক!

usharalodesk
আগস্ট ৩০, ২০২১ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : হীরা বলতেই চোখের সামনে ভেসে ওঠে আলোর বিচ্ছুরণ ঘটানো একটি পদার্থ। সাদার পাশাপাশি কালো, সবুজ, নীল, গোলাপি, বেগুনি, হলুদ বা লালসহ অনেক রঙের হীরা পাওয়া যায়। সম্প্রতি সরকারের কাছ থেকে লিজ নেওয়া জমি থেকে ভালো মানের হীরা খুজে পান এক কৃষক। হীরাটি ৬ দশমিক ৪৭ ক্যারেটের বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়। ভারতের মধ্য প্রদেশের পান্না জেলায় ওই হীরা পাওয়া গেছে বলে জানা যায়।

এ ব্যাপারে খনির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নতুন জৈন বলেন, জারুড়াপুর গ্রামের ওই খনি হতে প্রকাশ মজুমদার নামে এক কৃষক সেই হীরা খুঁজে পান। ওই হীরাটি শিগশিরই নিলামে তোলা হবে ও সরকারের নির্দেশনা অনুযায়ী দাম নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

রাজ্য সরকার সেখানকার জমি ছোট ছোট অংশে ভাগ করে স্থানীয় কৃষক ও খনি শ্রমিকদের কাছে নির্দিষ্ট সময়ের জন্য লিজ দিয়েছে। হীরা পাওয়ার পর তারা সেটি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেন। সরকারের তরফ থেকে নিলামের আয়োজন করে সে হীরা বিক্রি করা হয়। পান্না জেলায় ১২ লাখ ক্যারেটের মতো হীরার মজুদ রয়েছে বলে ধারণা করা হয়।

(ঊষার আলো-এফএসপি)