ঊষার আলো প্রতিবেতদক : লিজ প্রথা নয়, আধুনিক করে রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবি জানিয়েছে জুট মিল শ্রমিকরা। একই সাথে তারা দৌলতপুর, খালিশপুর জুট মিলের বদলী ও স্থায়ী শ্রমিকদের বকেয়া পাওনা, শ্রমিকদের মামলা প্রত্যাহার চেয়েছেন।
মঙ্গলবার (১৬ মার্চ)সকালে খালিশপুর প্লাটিনাম জুটমিলের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। পাট, সূতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের খুলনা-যশোর আঞ্চলিক কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক খলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতা মো. আলাউদ্দিন, ইউসুফ গাজী, আমিরুল ইসলাম, শহীদুল ইসলাম, নূর ইসলাম, শফিকুল ইসরাম, মো. ইয়াসিন হোসেন, মো. হারুণ, জাহিদ হোসেন, মনির হোসেন, আবুল কালাম, সামসুদ্দিন প্রমুখ।
নেতৃবৃন্দ পাটকলের লোকসানের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও দ্রুত বন্ধমিল চালুর দাবি জানান।