ঊষার আলো ডেস্ক : লিটন স্মৃতি সংসদের সদস্য মো. দেলোয়ার হোসেন (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লািহ…..রাজিউন)। শনিবার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থয় তিনি মৃত্যুবরণ করেন। বাদ এশা ইসলামপুর জামে মসজিদে জানাযা শেষে তাকে বসুপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। দেলোয়ার হোসেন ৩৯নং ইসলামপুর রোডের মৃত শেখ আব্দুল জলিল এর ছেলে।
তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন লিটন স্মৃতি সংসদের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সংসদের সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি ফরিদ আহমেদ খোকন, সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু, সহ-সাধারন সম্পাদক শেখ নাজমুল কবির সাদী, কার্ত্তিক চন্দ্র দে, বিকাশ চন্দ্র রায়, এম এ জলিল, জয়নুল আবেদিন সাগরসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।
(ঊষার আলো-এমএনএস)