ঊষার আলো ডেস্ক : আমরা বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে সোমবার (২৮ নভেম্বর) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাপতি মোহাম্মদ আরিফের সভাপতিত্বে দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক লিয়াকত আলীর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি কবি সৈয়দ আলী হাকিমের পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় বক্তারা বলেন, লিয়াকত আলী খুলনার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের লক্ষে জনমত গঠনে উল্লেখ যোগ্য ভ’মিকা রাখেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় খুলনা বিশ^বিদ্যালয়, আধুনিক রেলষ্টেশন , জেলার শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ বাস্তবায়িত হয়েছে। তার এই অসামান্য অবদানের জন্য সংগঠনের পক্ষ থেকে ২ বছর পূর্বে কেডিএ এভিনিউ থেকে ইকবাল নগর রোডের সংযোগ সড়কটি আল-হাজ লিয়াকত আলীর নামে নামকরনের দাবী জানানো হয়েছিলো। কিন্তু অদ্যাবধি এই সড়কটির নামকরন ফলক স্থাপিত হয়নি। সভায় উল্লেখিত সড়কটি আল-হাজ লিয়াকত আলীর নামকরনের ফলক দ্রুত স্থাপনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি জোরদাবী জাননো হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক রোটাঃ সরদার আবু তাহের-এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শেখ ওমর ফারুক কচি, রকিব ফারাজী, মোঃ আতিয়ার রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, আজাদুল হক আজাদ, শেখ আছাদুজ্জামান, ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সহ-সম্পাদক রুহুল আমিন মিঠু, সাংগঠনিক সম্পাদক মীর কাওসার মিজু,দপ্তর সম্পাদক মুজহিদ রহমান ফাইয়াদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিবেশ সম্পাদক মোঃ সাকিব খান, ক্রিড়া সম্পাদক আরিব আল আহম্মেদ নির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম মল্লিক, হাসান মোল্লা, এম এম হাসান, স ম হাফিজুল ইসলাম, রেজাউল হাসান প্রমুখ।
স্মরনসভার শেষে লিয়াকত আলীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।