আত্মকর্মসংস্থাণের লক্ষ্যে বটিয়াঘাটায় লোকজের উদ্যোগে সুবিধা বঞ্চিত, প্রতিবন্ধী ও হত দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে গাড়ল বিতরণ করা হলো। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় আজ ১৩ মার্চ ২০২৫ বৃত্তিশলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের বৃত্তিশলয়া গ্র্রামের ১১ জন হত-দরিদ্র নারীদের মাঝে ২২টি গাড়ল (ভেড়া) বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নী এবং বটিয়াঘাটা উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: মো: তরিকুল ইসলাম উপস্থিত থেকে নিজ হাতে গাড়ল বিতরণ করেন। এ সময় গাড়ল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, মৈত্রী কৃষক ফেডারেশনের সভাপতি রবীন্্রদনাথ মণ্ডল, সাধারণ সম্পাদক বিভাষ মণ্ডল, খগেন্দ্রনাথ মহিলা কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু বিশ^াস, লোকজের সমন্বয়কারী পলাশ দাশ, ট্রেনিং এন্ড অ্যাডভোকেসি অফিসার মৌফারসের আলম লেনিন, সিনিয়র প্রোগাম অফিসার মিলন কান্তি মণ্ডল, দিপঙ্কর কবিরাজ প্রমুখ:।
নিরাপদ পানি ও গাড়ল পালন কর্মসূচির অধীনে গঙ্গারামপুর ইউনিয়নের বৃত্তিশলুয়া গ্রামের গ্রামের মিতা মণ্ডল, লতিকা মণ্ডল, মনিষা মণ্ডল, আমেনা বেগম, মোছা: শাহনাজ বেগম, হেলা মণ্ডল, আইভ মণ্ডল, মল্লিকা মণ্ডল, পূর্ণিমা মণ্ডল, সুচরিতা মণ্ডল এবং তৃপ্তি মণ্ডলকে বিনামূল্যে ০২টি করে গাড়ল বিতরণ করা হয়েছে।