ঊষার আলো রিপোর্ট : ডলারের দামের ওপর নিয়ন্ত্রণ আরও শিথিল করলো কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ডলারের দাম ব্যাংক গ্রাহক নির্ধারণ করবে। তবে এ ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণের স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক শর্ত আরোপ করেছে। এর মাধ্যমে ডলারের দামকে কিছু নিয়ন্ত্রণের মধ্যে রেখে বাজারের ওপর ছেড়ে দেওয়া হলো। ফলে আইএমএফের অন্যতম একটি শর্ত পালন করা হলো।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে মঙ্গলবার রাতে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। আগামী ৫ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এতে বলা হয়েছে, এখন থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত ব্যাংক শাখাগুলো (এডি ব্রাঞ্চ) তাদের গ্রাহকদের সঙ্গে নিজেরা আলোচনা করে ডলারের দাম নির্ধারণ করবে। আগামী ৫ জানুয়ারি হতে বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত শাখাগুলো প্রতিদিন দুইবার বৈদেশিক মুদ্রা কেনাবেচার তথ্য বাংলাদেশ ব্যাংককে পাঠাতে হবে। এক লাখ ডলারের বেশি কেনাবেচার তথ্য বেলা সাড়ে ১১টার মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাবে। এ ছাড়া বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বৈদেশিক মুদ্রা কেনাবেচার তথ্য বিকেল সাড়ে পাঁচটার মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। যা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ছক অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকে পাঠাবে।
আগামী ১২ জানুয়ারি থেকে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার কেনাবেচার তথ্যের ভিত্তিতে প্রতিদিনের একটি ভিত্তিমূল্য বা রেফারেন্স প্রাইস বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করবে।
একই সঙ্গে ডলার বাজার তদারকি করার জন্য বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে হস্তক্ষেপ বিষয়ক একটি নীতিমালাও প্রকাশ করবে। ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রার দাম বাজারভিত্তিক রাখতে এই নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় ব্যাংক। যাতে বাজারভিত্তিক দামের সুবিধা নিয়ে কেউ বৈদেশিক মুদ্রা বাজারকে অস্থিতিশীল করে তুলতে না পারে।
এদিকে আইএমএফ সদ্য বিদায়ী বছরের মধ্যে ডলারের দাম বাজারভিত্তিক করার পরামর্শ দিয়েছে। এর অংশ হিসেবে গত সোমবার বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শীর্ষ ২৫ ব্যাংকের সঙ্গে একটি সভা করে বাংলাদেশ ব্যাংক। ওই সভায় কেন্দ্রীয় ব্যাংকের এসব পরিকল্পনার কথা জানানো হয়। এর আলোকে কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার রাতে একটি সার্কুলার জারি করে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ কিছু ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
ঊষার আলো-এসএ