সংবাদ বিজ্ঞপ্তি : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সর্বকনিষ্ঠ পুত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ছোট ভাই শহীদ শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপেনর লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবসে সকাল ১০টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সম্মুখে বৃক্ষ রোপণ, সাড়ে ১০টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, আসব বাদ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠান এবং সন্ধ্যা ০৬টায় অডিটরিয়ামে শহীদ শেখ রাসেলের জীবনভিত্তিক ডকুমেন্টারী প্রদর্শন অনুষ্ঠিত হবে।
(ঊষার আলো-এফএসপি)