UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শাওমি আনছে গেমিং ফোন

ঊষার আলো
মে ২, ২০২১ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শাওমি আনছে নতুন গেমিং ফোন। চীনের বাজারে রেডমি কে-৪০ গেমিং এডিশনে নামে ফোনটি এসেছে। ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে এই একই ফোন নতুন নামে অবমুক্ত হচ্ছে। গ্লোবাল ভার্সনের নাম হতে পারে পোকো এফ-৩ জিটি।
সম্প্রতি টিপস্টার ক্যাসপার স্কারজিপেক একটি ছবি শেয়ার করেছেন টুইটারে। সেই ছবিতে স্পষ্ট ধরা পড়েছে মিইউ ১২-এর কোড। এই কোড একটি রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। যার মডেল নম্বর M2104K0I। মডেল নম্বরের পাশাপাশিই M2104K0I থেকে জানা গিয়েছে যে, এই মডেলের মার্কেটিং নাম হতে চলেছে পোকো এফ৩ জিটি।
এদিকে আবার M2104K0I মডেল নম্বর এর আগেও ব্যবহৃত হয়েছে রেডমি কে-৪০ গেমিং এডিশনের জন্য। আর সেখান থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে যে, রেডমি কে-৪০ গেমিং এডিশন নামে বাজারে আসবে।

(ঊষার আলো-এমএনএস)