ঊষার আলো ডেস্ক : শারদীয় দূর্গাপুজা উপলক্ষে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন। সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় নগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা এবং সদস্য সচিব শফিকুল আলম তুহিনের নেতৃত্বে তারা নগরীর কয়েকটি মন্ডপে যান এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তপুজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
খুলনা বিএনপির নেতারা আর্য ধর্মসভা মন্দিরে দূর্গাপুজা পরিদর্শনে গেলে মন্দির কমিটির সভাপতি চিত্ত রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক সমর কুন্ডু, সহ সভাপতি অপু মজুমদার, তুষার কুমার সরদার প্রমুখ তাদেরকে স্বাগত জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় নগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শতাব্দীকাল ধরে এ দেশে সব ধর্ম সম্প্রদায়ের মানুষ নির্বিঘেœ নিজ নিজ ধর্ম পালন করে আসছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দলের নেতাকর্মীদেরকে সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসবে পাশে থাকার নির্দেশ দিয়েছেন।
এ সময় অন্যান্যের মধ্যে যুগ্ম আহবায়ক শের আলম সান্টু, আশরাফুল আলম নান্নু, শেখ সাদী, সদস্য কে এম হুমায়ুন কবির, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, এহতেশামুল হক শাওন, এ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, মোল্লা ফরিদ আহমেদ, তারিকুল ইসলাম, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, মুজিবর রহমান, শামসুল বারিক পান্না প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে নগর বিএনপির নেতৃবৃন্দ বড় বাজারের হেলাতলা পুজা মন্ডপ এবং সোনপট্টি পুজা মন্ডপ পরিদর্শন করেন।