ঊষার আলো ডেস্ক : Education out loud-শিক্ষা নিয়ে আওয়াজ তুলুন।” শীর্ষক শিরোনামে শিক্ষক, শিক্ষার্থী, নাগরিক নেতা, স্কুল কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে গত চারদিন ব্যাপী খুলনায় অনুষ্ঠিত হলো শিক্ষন মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ।
গত ১২-১৫ ডিসেম্বর পর্যন্ত হোটেল এ্যাম্বাসেডরে ওয়েভ ফাউন্ডেশন এ প্রশিক্ষণের আয়োজন করে। অতিথিরা বলেন, দেশে শিক্ষার পাশের হার বাড়লেও বাড়েনি শিক্ষার গুণগত মান। গুণগত মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করতে তারা পেশার গ্রুপ হিসেবে কাজ করবে। প্রশিক্ষণে অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার লিপি আমেনা, প্রোগ্রাম অফিসার রাজু আহমেদ, আইআরভির সহকারি পরিচালক কাজী জাবেদ খালিদ জয়, নবলোকের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান সেতু, খুবির শিক্ষার্থী নাওয়াজ প্রমূখ।