ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী ডা. দিপু মনি সরকারী কাজে খুলনা সফরে আসেন। সোমবার (০৪ জুলাই) সাড়ে ১২ টায় খুলনার সার্কিট হাউজে মন্ত্রীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদসহ নেতৃবৃন্দ।
এসময় মন্ত্রী নেতৃবৃন্দের উদ্দ্যেশে বলেন, শেখ হাসিনার সরকারের আমলে দেশ আজ পূর্বের থেকে অনেক বেশী উন্নত। বিশেষ করে দক্ষিণাঞ্চলের সাধারণ জনগনের ভাগ্যের উন্নয়ন ও তাদের স্বপ্নের পদ্মা সেতু এখন চলমান। আগামীতে শিক্ষা হবে দেশের আরো একটি মেগা প্রকল্প। তিনি আরও বলেন বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ এবং তিনি ক্ষমতায় থাকতে এদেশে উন্নত রাষ্ট্রে রুপান্তিত হবে।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদকদ্বয় যথাক্রমে মো: সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নব কুমার চক্রবর্তী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ আলম, সদস্যদ্বয় যথাক্রমে পাপিয়া সরোয়ার শিউলী, মোঃ জামিল খান, কয়রা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু নিতিশ মিস্ত্রী, যুবনেতা সরদার জাকির হোসেন, জলিল তালুকদার, মাহাফুজুর রহমান সোহাগ, রাশেদ সরোয়ার(সুমন), তাপস জোয়াদ্দার, দ্বীপ পান্ডে বিশ্ব, ছাত্রনেতা চিশতি নাজমুল বাসার, ইসমাইল মৃধা ইমন, রুবেল ইসলাম, সুরাজ বাবু, মোহাম্মাদ মিলু, আজবর রাজ, বিপ্র (এন.এম) প্রমুখ।