ঊষার আলো ডেস্ক : খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, শিক্ষা গ্রহণের সাথে সাথে শিক্ষার্থীদের দেশপ্রেমের দীক্ষা নিতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধ দেশ গঠনে অবদান রাখতে হবে।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে পাইকগাছা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত পাইকগাছা সরকারি কলেজ প্রাঙ্গণে ২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীন বরণ, গনিরাম ভবন ও লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি আক্তারুজ্জামান বাবু আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণে গোটা জাতি যেমন মুক্তির মন্ত্রে উজ্জীবিত হয়েছিল তেমনি নতুন প্রজন্মকে ৭ই মার্চের ভাষণের চেতনা হৃদয়ে ধারণ করে উন্নত সমৃদ্ধ দেশ গঠনে আতœনিয়োগ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরন মন্ডল। প্রভাষক মাসুদুর রহমান মন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, জেলা আ’লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ নেতা শংকর দেবনাথ, আরশাদ আলী বিশ্বাস, বিভূতি ভূষন সানা, স্নেহেন্দু বিকাশ, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপজেলা কৃষক লীগের আহবায়ক এ্যাড.আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সদস্য আব্দুর রাজ্জাক রাজু, আজিজুল হাকিম, মানবেন্দ্র মন্ডল, আকরামুল ইসলাম, গৌতম রায়, জেলা যুব মহিলা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ফাতিমা তুজ জোহরা(রূপা), উপজেলা যুবলীগের সাবেক মহিলা সম্পাদিকা নাজমা কামাল, পৌরসভা মহিলা আ’লীগের শেখ জুলি এবং উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা তানজিম মুস্তাফিজ বাচ্চু, রায়হান পারভেজ রনি, এমরানুল কবির নাসিম, রমজান সরদার, মওদুদ আহম্মেদ প্রমুখ। উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে অত্র কলেজের নবাগত ৪শতাধিক শিক্ষার্থীদেরকে কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।