UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আ.লীগ!

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ২০, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির মারপ্যাঁচ ও বিদেশিদের সহযোগিতায় খুব শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ- ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের কর্মীরা দীর্ঘ সময় পালিয়ে বেড়ালেও এখন ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় মিছিল করছেন তারা। সেই মিছিল দিনদিনই বড় হচ্ছে। যা আতঙ্কিত করে তুলছে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল ও নেতাদের।

সবশেষ শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ার পরও রোববার খুলনায় বিশাল মিছিল করেছে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। যা নিয়েই এবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আওয়ামী ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সোচ্চার কণ্ঠস্বর রাশেদ খান।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘খুলনায় আজকে সকাল ৭টায় আ.লীগ বিশাল মিছিল করেছে। দিন যতো যাচ্ছে, আ.লীগের মিছিলের সারি ততো বড় হচ্ছে! সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির মারপ্যাঁচ ও বিদেশিদের সহযোগিতায় খুব শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আ.লীগ!’

তিনি আরও লিখেছেন, ‘ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আ.লীগের ফেরানো কেউ থামাতে পারবে না। আ.লীগ কোন ছোট শক্তি নয়। যদি আ.লীগকে ছোট ভেবে ধাক্কা দিবেন না মনে করেন। তাহলে আ.লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দিবে, তখন সকলে পিষ্ট হয়ে যাবেন।’

পোস্টের শেষ অংশে তিনি লেখেন, ‘সুতরাং বাঁচতে চাইলে ঐক্য, নইলে হবেন পিষ্ট! আ.লীগ ফিরতে পারলে, রবে না কিছু অবশিষ্ট!’

ঊষার আলো-এসএ