ফুলবাড়ীগেট প্রতিনিধি : শিরোমণি দিশারী যুব পর্ষদের উদ্যোগে শহীদ চেয়ারম্যান শেখ সিরাজ উদ্দিন স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টায় শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় শেখ কামাল ফুটবল একাডেমি ও খালিশপুর ইউনাইটেড কিং ষ্টং মুখোমুখি হয়। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়াতে ট্রাইব্রেকারে ৫-৩ গোলের ব্যবধ্যানে শেখ কামাল ফুটবল একাডেমি জয়লাভ করে। খেলায় শেখ কামাল ফুটবল একাডেমির সাইফুল্লাহ ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন খান। ওসি তদন্ত কবির হোসেন মাতুব্বর, সেকেন্ড অফিসার এস আই পীযূষ কুমার, দিশারী যুব পর্ষদের উপদেষ্টা মোল্যা কওসার আলী, মীর সিরাজুল ইসলাম, কাজী মুনির হোসেন, শেখ জাকির হোসেন, কাজী হুমায়ূন কবীর, খান আব্দুল হালিম, দিশারী যুব পর্ষদের সাধারণ সম্পাদক কাজী আজাদুর রহমান হিরোক, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দীন, দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা প্রতিনিধি গাজী মাকুল উদ্দীন, শেখ ইমদাদুল ইসলাম, মোঃ জাহিদ হাসান প্রমূখ। খেলাটি পরিচালনা করেন আকিদ জাবেদ টিটো।সহকারী হিসেবে ছিলেন জামাল উদ্দিন ও আজিবর রহমান। ও খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ শেখ কামাল ফুটবল একাডেমির সাইফুল্লাহ কে পুরস্কার তুলে দেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন খান।সহ অতিথিবৃন্দ।
আগামী ২৭ ডিসেম্বর বেলা ৩টায় একই মাঠে ফাইনাল খেলায় শেখ কামাল ফুটবল একাডেমী বনাম শিরোমনি মাসুদ স্মৃতি সংসদ মোকাবিলা করবে। ফাইনাল খেলায় উদ্ভোধক অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হ্যামকো গ্রপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ কবির হোসেন তালুকদার। এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দিশারী যুব পর্ষদের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম ।