UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোমণি দিশারী যুব পর্ষদের তিন দিনব্যাপী বিজয় দিবস ও সংবর্ধনা সমাপ্ত 

koushikkln
ডিসেম্বর ১৯, ২০২১ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে শিরোমণি দিশারী যুব পর্ষদের আয়োজনে ৩ দিনব্যাপী বিজয় র‌্যালী , প্রীতি ফুটবল ম্যাচ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও সংবর্ধনা ও সংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান ১৮ ডিসেম্বর সন্ধা ৭ টায় শিরোমণি কেডিএ মার্কেট চত্তরে অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিশারী যুব পর্ষদ এর সহ-সভাপতি শেখ জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন হ্যামকো গ্রুপ এর পরিচালক কবীর হোসেন তালুকদার। প্রধান বক্তা ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। সংবর্ধিত অতিথি আটরা গিলাতলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের কন্যা ডাঃ নুসরাত জাহান লিন্ডা।

দিশারী যুব পর্ষদ এর সাধারণ সম্পাদক কাজী আজাদুর রহমান হিরোকের পরিচালনায় বক্তৃতা করেন শেখ আকতার হোসেন,বীর মুক্তিযোদ্ধ স.ম রেজওয়ান আলী,মোল্যা কওছার আলী, মোঃ জাকির হোসেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন, মীর সিরাজুল ইসলাম, শেখ রিজাউল ইসলাম, কাজী হুমায়ুন কবীর, কাজী মুনির হোসেন, মিয়া আলী হায়দার, মোল্যা আব্দুস সাত্তার, মোঃ আমিরুল ইসলাম, শেখ আসলাম হোসেন, মোল্যা এনামুল হক লিটন, কাজী মঈনুল কবীর, শেখ শাহিন রহমান, খন্দকার মুক্ত আহম্মেদ, শেখ ওহিদুল ইসলাম, সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ ওমর ফারুক মিন্টু, ক্রীড়া সম্পাদক শেখ রাকিব রিয়াজ বিপ্লব, মহিলা ইউপি সদস্য শাহানাজ পারভীন শানু, সংবাদিক গাজী মাকুল উদ্দীনসহ দিশারী যুব পর্ষদের সকল উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্য বৃন্দ।