শিরোমণি ফ্রেন্ডস ইউনাইটেড কর্তৃক আয়োজিত ২ দিনব্যাপী ১৬ দলীয় নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ১নং শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন আটরা-গিলাতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার শেখ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা খাতুন।
শিরোমণি ফ্রেন্ডস ইউনাইটেডের সভাপতি শেখ আকিব জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ, মিয়া তারিক হাসান বাপ্পি, শেখ আ: রব, শেখ হায়দার আলী, শেখ মফিজুল ইসলাম, মোহাম্মদ লোকমান হোসেন, জাহাঙ্গীর হোসেন হাবু সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ মোস্তফা কামাল, বাবু প্রবীর কুমার, শেখ আরমান হোসেন বাস্তবায়ন কমিটিতে রয়েছেন মেহেদী হাসান মুরসালিন ও শেখ ইনজামুল হক।