UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোমণি বাজারের ময়লা অপসারণ ও উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত

ঊষার আলো
জুন ৭, ২০২১ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

শেখ বদর উদ্দিন : শিরোমণি বাজার সংস্কার, ময়লা আবর্জনা অপসারণ, ড্রেন পরিস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে। সোমবার (৭ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ(কেডিএ) এর সহযোগীতায় ও শিরোমণি বাজার উন্নয়ন সংস্থার তদারকিতে এ কার্যক্রম পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে বাজারে ময়লা-আবর্জনার স্তুপের দুর্গন্ধে ক্রেতা-বিক্রেতারা চরম ভোগান্তিতে ছিল। তাছাড়া সামান্য বৃষ্টিতে হাটুসমান পানিতে বাজার তলিয়ে যেত। এসব সমস্যা নিরশণের লক্ষে গত ২৯ মে আটরা গিলাতলা ইউনিয়নের অডিটোরিয়মে ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বাজারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড করার সিদ্ধান্ত গৃহীত হয়। সে সিদ্ধান্তের আলোকে সোমবার সকালে শিরোমণি বাজারে উন্নয়নমুলক কর্মকান্ড পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোড়ল আনিছুর রহমান, শেখ ইবাদাত হোসেন, মোল্লা কওসার আলী, শেখ ওমর ফারুক, শেখ জাকির হোসেন, ইউপি সদস্য শেখ আঃ সালাম, মোল্লা সোহরাব হোসেন, শেখ শাহিন রহমান, শেখ বিপ্লব হোসেন, শেখ শামসুর রহমান, শেখ মঈনুল হোসেন, গাজী জাকির হোসেন সানি, আরিফুর রহমান আরিফ, মিন্টু, মান্দার প্রমুখ ।

(ঊষার আলো-এমএনএস)