UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোমনিতে গমের গোডাউনের দেয়াল ধসে ইউনিভার্সেল কারখানার ব্যাপক ক্ষতি

ঊষার আলো
সেপ্টেম্বর ১৪, ২০২১ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ী গেট প্রতিনিধি : নগরীর শিরোমনি বিসিক শিল্প এলাকার আয়শা ফ্লাওয়ার মিলের গমের গোডাউনের দেয়াল ভেঙ্গে পার্শবর্তি ইউনিভার্সেল ইন্ডাষ্টিজ লিঃ এর ( কাষ্টিং ঢালাইকারখানার) টিন শেটের ঘর এর উপর পরে কারখানার কাষ্টিং ঢালাই মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউনিভার্সেল ইন্ডাষ্টিজ লিঃ এর স্বত্তাধিকারী কাজী আমজাদ হোসেন জানান রবিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় কারখানায় কাজ বন্দ থাকাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রেহাই পেয়েছে শ্রমিকরা । আয়শা ফ্লাওয়ার মিলের গমের গোডাউনের দেয়াল ভেঙ্গে আমার প্রতিষ্ঠানের প্রায় ২১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে , অনেক আগে থেকে তাদেরকে এ ব্যাপারে বলা হলেও কোন ব্যাবস্থ্যা নেয়নি আয়শা ফ্লাওয়ার মিলের কতৃপক্ষ ।

এ ব্যাপারে আয়শা ফ্লাওয়ার মিলের স্বত্তাধিকারী মতিয়ার রহমানের পুত্র ও প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ দুলালের কাছে অপরিকল্পিত ভাবে দুর্বল ওয়াল নির্মান করে, গমের খামাল দেওয়াতে সেটা ভেঙ্গে ইউনিভার্সেল ইন্ডাষ্টিজ লিঃ এর ক্ষয়ক্ষতি হয়েছে এবং দিনের বেলা এ ঘটনা ঘটলে অনেক শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটলেও ঘটতে পারতো? এ প্রশ্ন জানতে চাইলে তিনি স্থানিয় সাংবাদিকদের সাথে খারাপ আচরন করে বলেন এটা আমার ব্যাপার আপনারা কি করবেন? বড়জোর লিখবেন তো , যান লিখে আমার যা পারেন তা করেন ।

বিসিক শিল্পনগরী, শিরোমণি,খুলনা কর্মকর্তা শেখ রিয়াজুল ইসলাম জানান ঘটনা জানার পর আমি সরেজমিনে গিয়েছি এভাবে গমের খামাল রাখা ঠিক হয়নি , দিনের বেলা হলে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো, এ ব্যাপারে প্রযোজনিয় ব্যাবস্থা গ্রহন করা হবে ।

(ঊষার আলো-আরএম)