UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোমনিতে পুর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ

pial
নভেম্বর ২২, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনিতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। পুর্ব শত্রুতার জের ধরে শিরোমনি পশ্চিমপাড়া বাইপাস সড়কের আনছার আলীর পুত্র মোঃ আবজাল হোসেন এর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে এমন অভিযোগ করে খানজাহান আলী থানায়।

মঙ্গলবার (২২ নভেম্বর) লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি পুকুর মালিক শেখ আবজাল হোসেন। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। অভিযোগের পেক্ষিতে গতকাল সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছে খানজাহান আলী থানা পুলিশ। অভিযোগের সুত্রে জানাগেছে, আবজাল হোসেন দীর্ঘদিন তার পুকুরে রুই, কাতলা ও সিলভারকাপসহ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ চাষ করে করছে।

কিন্তু সোমবার দিনগত রাতের যে কোন সময়ে দুর্বৃত্তরা ওই পুকুরে বিষ প্রয়োগ করে। মঙ্গলবার পুকুরে মরা মাছ ভাসতে দেখে পুকুর মালিকের সন্দেহ হয়। পরে তিনি থানা পুলিশকে খবর দেয়। পুকুর মালিক আবজাল এর অভিযোগ, পুর্ব শত্রুতার জের ধরে বিষ প্রয়োগ করা হয়েছে ,এর আগেও তার একই পুকুরে বিষ প্রয়োগ করে ক্ষতিসাধন করা হয়। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঊষার আলো-এফএসপি)