ঊষার আলো ডেস্ক: ঐতিহ্যবাহী শিরোমনি বাজার বনিক সমিতির নবগঠিত এডহক কমিটির সভা রোববার রাত ৮টায় শিরোমনি বাজারে অনুষ্ঠিত হয় । নব গঠিত এডহক কমিটির আহবায়ক ও খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসের সভাপতিত্বে ও এডহক কমিটির সদস্য মোল্ল্যা সোলায়মানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ শেখ ইকবাল হোসেন, শিরোমনি বাজার বনিক সমিতির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য আলহাজ শেখ জাহাঙ্গীর হোসেন, শেখ আকতার হোসেন, নবগঠিত এডহক কমিটির সদস্য ও ঐতিহ্যবাহী শিরোমনি হাফেজিয়া মাদ্রাসার সাধারন সম্পাদক হাফেজ মোঃ আমিনুল ইমসলাম, এডহক কমিটির সদস্য কাজী হাফিজুর রহমান, শেখ মইনুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মুন্সী মঈনুল ইসলাম, মোড়ল আনিছুর রহমান , খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও গিলাতলা যুব সংঘের সভাপতি সাইফুল্লাহ তারেক। এ সময় উপস্থিত ছিলেন জাকির হোসেন, মোঃ শাহিদুল ইসলাম, মোঃ ইয়াসিন সহ বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন । সভায় ব্যবসায়ীরা দীর্ঘদিন পর বাজারে একটি নির্বাচন হতে যাচ্ছে এজন্য বর্তমান এডহক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া বাজারের বিভিন্ন সমস্য ও উন্নয়ন এবং নতুন ভোটার তালিকা নিয়ে আলোচনা হয়।
ঊআ/বিএস