UsharAlo logo
বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোমনি মাদ্রাসা মারকাজুল মুসলিমীনে অভিভাবক সমাবেশ ও হিফজ বিভাগের ছাত্রদের নতুন ছবক অনুষ্ঠান

pial
ডিসেম্বর ৮, ২০২২ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : শিরোমনি মাদ্রাসা মারকাজুল মুসলিমীনে অভিভাবক সমাবেশ গতকাল সকাল ১১টায় মাদ্রাসা অডিটরিয়মে অনুষ্ঠিত হয়।

মাদরাসা মারকাজুল মুসলিমীন এর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী রিয়াজ উদ্দীন খান এর সভাপতিত্বে ও ইংরেজী শিক্ষক আবু হুরায়রা সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার নূরাণী শাখার বিভাগিয় প্রধান, ফজলুল্লাহ আল মাসূম, প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাচ্ছেরে কুরআন।হযরত মাওলানা মুফতী আঃ জব্বার আজমী, বিশেষ অতিথি ছিলেন নূরাণী বোর্ড ঢাকা আঞ্চলিক প্রধান মুফতী আঃ কুদ্দুস সাহেব, মুফতী আলি আজগর, ইমাম ও খতিব পিটিসি আঃ শাকুর, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আল আমিন, মাদ্রাসা মারকাজুল মুসলিমীন, আটরা শাখা পরিচালক, ,মুফতী আলি আজগর আরো উপস্থিত ছিলেন উক্ত মাদরাসার শিক্ষক নূর মোহম্মাদ,আল ইমরান,মোঃ মাসূদ রানা, সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন মাদ্রাসা মারকাজুল মুসলিমীন হিফজ শাখার প্রধান শিক্ষক, হাফেজ মাওলানা মোস্তফা সহ অভিভাবকবৃন্দ। এসময় হিফজ বিভাগের ছাত্রদের নতুন ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে এক বিশেষ দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।

(ঊষার আলো-এফএসপি)