UsharAlo logo
শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিল্পাঞ্চল খ্যাত খুলনার হারানো গৌরব ফিরিয়ে আনার দাবি নগর ওয়ার্কার্স পার্টির 

koushikkln
জুলাই ১৫, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর কমিটির এক সভা শুক্রবার (১৫ জুলাই) ষবেলা ১১টায় ১নং ধর্মসভা ক্রস রোডস্থ (নিচতলা) পার্টির নিজস্ব কার্যালয়ে মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য ও খুলনা মহানগর পার্টির ইনচার্জ কমরেড প্রফেসর ড. সুশান্ত দাস।

পার্টির মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল-ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পার্র্টির কেন্দ্রীয় সদস্য কমরেড দিপংকর সাহা দিপু।

প্রধান অতিথি পার্টির সাংগঠনিক বিষয়ের উপর আলোচনায় বলেন, খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেমন একদিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে হবে, পাশাপাশি শিল্পাঞ্চল খ্যাত খুলনার হারানো গৌরব ফিরিয়ে আনার দাবিও জানাতে হবে। এ দাবি বাস্তবায়নের জন্য পার্টির মহানগর নেতৃবৃন্দকে সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সম্পাদকম-লীর সদস্য কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল সরদার, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড মনির হোসেন, কমরেড কৌশিক দে বাপী, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড বাবুল আখতার, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান প্রমুখ।