UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

 শিশুদের অধিকার বিষয়ক আলোচনা সভা

koushikkln
অক্টোবর ১০, ২০২১ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি : শিশু অধিকার সপ্তাহ : ২০২১ উপলক্ষে জাগ্রত যুব সংঘ ( জেজেএস ) ১০ অক্টোবর রবিবার দুপুরে  এ ০১ নং আজগড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আনন্দনগর গ্রামে এস ডি এফ অফিসে ৩০ জন শিশু ও ১৫ জন মায়েদের অংশগ্রহণে শিশুদের অধিকার বিষয়ক আলোচনা সভা আয়োজন করে।

জাগ্রত যুব সংঘ ( জেজেএস ) এর প্রকল্প ব্যবস্থাপক এম হাসিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজগড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ( ৪,৫,৬ ) ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোছাঃ নাছিমা খাতুন আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজগড়া ইউনিয়ন পরিষদের সচিব জি এম আরিফুজ্জামান । অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী , জেজেএস পিসিএসডি প্রকল্পের সিআরপি শ্যমলী বিশ্বাস ও শুভেন্দু বর অংশগ্রহণ করে । ০১ নং আজগড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ( ৪,৫,৬ ) ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোছাঃ নাছিমা খাতুন বলেন, আমরা চাইনা কোন শিশু নির্যাতনের স্বীকার হোক । কোন শিশু নির্যাতনের স্বীকার হলে শিশুদেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ।

সমাপনি বক্তব্যে আজগড়া ইউনিয়ন পরিষদের সচিব জি এম আরিফুজ্জামান শিশুদের অংশগ্রহনের উপর গুরুত্ব দিয়ে বলেন সবার আগে শিশুদের মতামতকে গুরুত্ব দিতে হবে ।