UsharAlo logo
শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শিশুশিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ আটক

usharalodesk
মে ২৪, ২০২১ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সিলেটের দক্ষিণ সুরমায় শিশুশিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ।
২৩ মে রোববার রাত ৮টার দিকে মাওলানা দেলওয়ার হোসেনকে তমজিদিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
অভিযুক্ত সৈয়দ মাওলানা দেলওয়ার হোসেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামের সৈয়দ আবু বাক্করের ছেলে ও দক্ষিণ সুরমার মেনিখলার শাহজালাল তমজিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ।
তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুশিক্ষার্থীদের বলাৎকারের বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে ওসি।
পুলিশ জানিয়েছে, ওই মাদ্রাসায় রাতযাপনকারী শিশু শিক্ষার্থীদের প্রায় রাতে অধ্যক্ষ তার কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন। গত শনিবার বিষয়টি সহ্য করতে না পেরে ১ শিক্ষার্থী তার অভিভাবককে বিষয়টি জানান। পরে আরও কয়েকজন শিশুও এমন অভিযোগ করেছে তাদের অভিভাবকের কাছে।
বিষয়টি অভিভাবকদের পক্ষ থেকে পুলিশকে জানালে রোববার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে মাদ্রাসা থেকে মাওলানা দেলওয়ার হোসেনকে আটক করে পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছে ওই অধ্যক্ষ। তাকে থানাহাজতে রাখা হয়েছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

(ঊষার আলো- এম.এইচ)