ঊষার আলো ডেস্ক : বাম গণতান্ত্রিক জোট, খুলনা বিভাগের ১০ জেলার সমন্বয়কবৃন্দ আজ এক যৌথ বিবৃতিতে খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে ৭ আগস্ট সংঘটিত ধর্মাবলম্বীদের মন্দির-প্রতিমা-বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর-লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তাঁরা বলেন, চিহ্নিত উগ্র একদল সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় সুপরিকল্পিতভাবে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা চালিয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও ন্যক্করজনক। বিবৃতিতে তারা প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিস্ময় প্রকাশ করেন। নেতৃবৃন্দ এলাকার ক্ষতিগ্রস্ত জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নেতৃবৃন্দ এ জঘণ্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, দ্রুত মন্দিরগুলো পুনঃ সংস্কার, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বিবৃতিদাতারা হলেনÑবাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাগেরহাট জেলা সমন্বয়ক ফররুখ হাসান জুয়েল, সাতক্ষীরা জেলা সমন্বয়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, যশোর জেলা সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু, নড়াইল জেলা সমন্বয়ক মনিউর রহমান জিকু, মাগুরা জেলা সমন্বয়ক কাজী নজরুল ইসলাম ফিরোজ, ঝিনাইদহ জেলা সমন্বয়ক অ্যাড. আসাদুজ্জামান, কুষ্টিয়া জেলা সমন্বয়ক শফিউর রহমান, চুয়াডাঙ্গা জেলা সমন্বয়ক লুৎফর রহমান ও মেহেরপুর জেলা সমন্বয়ক জালাল উদ্দিন।