ঊষার আলো ডেস্ক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনার ঐতিহ্যবাহী শুভেচ্ছা সংগঠনের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারী প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) দিনগত রাত ১১টায় সংগঠনের গোবরচাকাস্থ কার্যালয়ের সামনে সদস্য ও এলাকাবাসী উপস্থিত হন। এরপর র্যালি নিয়ে শহীদ হাদিস পার্কের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শাওন, অর্থ সম্পাদক মোঃ আতিকুর রহমান পলাশ, কাওসার আহমেদ, আরিফ বিল্লাহ শাহিন, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, মোঃ মনজুর রহমান, মোঃ শাহিন হাসান মুন্না, মোঃ মোর্তজা মাহমুদ তুষার, মুন্সী রেজওয়ান ইসতিয়াক রাকিব, মোঃ মঈন বেপারী, সুমন কুমার মন্ডল, শেখ আবেদুল ইসলাম অনিক, শেখ আবুল কালাম আজাদ, শেখ দীন মোহাম্মাদ আলী, সাফায়াত সোহান, মোঃ রিয়াজ, মোঃ রোহান, আজিম মৃধা, নয়ন শেখ প্রমুখ।